Search This Blog

Wednesday, April 22, 2015

Kaler Kontho article on Purbani


 This story was published in a local newspaper and was written with incorrect and fabricated information. There is no  mention of the original 
founder of Hotel Purbani, my father S.A.Sobhan who obtained  the property from the existing DIT : (Dhaka Improvement Trust).  At the time of it's inception in 1961-1962, as East  Pakistan Hotels  Ltd., he was out of necessity a "sleeping partner" due to his  high civil service appointments with the Government of Pakistan. It was therefore set-up  to be operated by family and friends. Proper investigative journalism would have revealed this information from the archives of the Joint-Stock Registar's Office in  Dhaka. Prior to the infamous military crackdown and tragic events of March 25, 1971, he worked closely as an economic advisor to Sheikh Mujibur Rahman, who residence was also in our neighborhood. 



¦
হোটেল পূর্বাণীর জমির দিকে 'কুনজর'
ভূমি সংস্কার বোর্ডের!
 আপেল মাহমুদ
ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, পাকিস্তানবিরোধী আন্দোলন, স্বাধীনতাযুদ্ধ এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত হোটেল পূর্বাণীর জমি দখল করার জন্য একটি মহলের সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি পুলিশ নিয়ে হোটেলের সামনে জোর করে মালিকানার দাবিসংবলিত সাইনবোর্ড টাঙানোর চেষ্টা করেন ভূমি সংস্কার বোর্ডের আওতাধীন ঢাকার নওয়াব এস্টেটের কর্মকর্তারা।
প্রায় অর্ধশতাব্দীর প্রাচীন এবং বাঙালিদের দ্বারা পরিচালিত দেশের প্রথম অভিজাত হোটেল পূর্বাণী দিলকুশা বাণিজ্যিক এলাকায় ১.৩৭৬৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত। শুরু থেকেই তা পরিচালনা করে আসছে বাংলাদেশ হোটেলস লিমিটেড নামের একটি কম্পানি। স্বাধীনতার আগে যার নাম ছিল ইস্ট পাকিস্তান হোটেলস লিমিটেড। এই কম্পানির ৫০০ কোটি টাকা মূল্যের এ জমির ওপর ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার বোর্ডের কিছু কর্মকর্তার 'কুনজর' পড়েছে বলে কালের কণ্ঠের অনুসন্ধানে জানা যায়।
রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) সূত্রে জানা যায়, তৎকালীন ডিআইটি (ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট) জমি অধিগ্রহণ করে মতিঝিল ও দিলকুশা বাণিজ্যিক এলাকা গড়ে তোলে। এর মধ্যে ১৯৬২ সালের ২০ আগস্ট ১ নম্বর দিলকুশা বাণিজ্যিক এলাকার ১.৩৭৬৫ একর প্লটটি দীর্ঘমেয়াদি লিজ দেওয়া হয় বাংলাদেশ হোটেলস লিমিটেডকে। এজন্য দুই পক্ষের মধ্যে রেজিস্টার্ড লিজ ডিডও সম্পাদন করা হয়। লিজ চুক্তি সম্পন্ন হওয়ার পর ১৯৬৮ সালে ওই প্লটে পূর্বাণী হোটেল গড়ে তোলা হয়। ১৯৬০ সালের লে-আউট ম্যাপেও ১ নম্বর দিলকুশা প্লটটি আবাসিক হোটেলের জন্য নির্ধারণ করা হয়।
দীর্ঘ প্রায় অর্ধশতাব্দীতে অন্য কেউ ওই প্লটের মালিকানা দাবি করেনি বলে পূর্বাণী কর্তৃপক্ষ জানায়। কিন্তু হঠাৎ করেই গত ৫ এপ্রিল ভূমি সংস্কার বোর্ডের নিয়ন্ত্রণাধীন কোর্ট অব ওয়ার্ডস ঢাকা নওয়াব এস্টেটের ম্যানেজার মোহাম্মদ সহিদ উল্লাহ মজুমদার ১০ দিনের মধ্যে ওই প্লট তাঁদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য নোটিশ প্রদান করেন। নোটিশের মেয়াদ শেষ হওয়ার কথা ১৬ এপ্রিল। কিন্তু নওয়াব এস্টেটের ম্যানেজার সহিদ উল্লাহ মজুমদারের অতি উৎসাহে মেয়াদ শেষ হওয়ার ছয় দিন আগেই গত ৯ এপ্রিল এস্টেটের ১৫-২০ জন কর্মকর্তা-কর্মচারী এবং মতিঝিল থানার ফোর্সসহ দারোগা মো. মোস্তাফিজুর রহমান হোটেল পূর্বাণীর সামনে মালিকানা দাবিসংবলিত সাইনবোর্ড লাগানোর চেষ্টা করেন। সাইনবোর্ড টাঙানোর জন্য তাঁরা চারজন লেবার, সিমেন্ট-বালু, খোয়া, খন্তা-কোদাল সঙ্গে নিয়ে আসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্বাণীর যে জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদস্বরূপ পাকিস্তানি পতাকা পুড়িয়েছিলেন, ঠিক সেই জায়গায় তাঁরা 'এ জমির মালিক কোর্ট অব ওয়ার্ডস' লেখা সাইনবোর্ড পুঁততে থাকেন। তখন এলাকার লোকজন ও হোটেলের কর্মচারীরা বাধা দিলে তাঁরা সেখান থেকে চলে যান।
এ বিষয়টিকে চর দখলের সঙ্গে তুলনা করে হোটেল পূর্বাণীর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জয়নাল বলেন, ভূমি মন্ত্রণালয়ের একটি জালিয়াতচক্র স্বার্থসিদ্ধির জন্য এসব অপতৎপরতা চালাচ্ছে। মূলত তারা বড় ধরনের আর্থিক সুবিধা নেওয়ার জন্য হোটেল পূর্বাণীর জমি নিয়ে ষড়যন্ত্র করছে। নোটিশের মেয়াদ শেষ হওয়ার আগে কেন পূর্বাণীর জমি দখল করার জন্য যাওয়া হলো- কালের কণ্ঠের এ প্রশ্নের জবাবে সদুত্তর দিতে পারেননি নওয়াব এস্টেটের ম্যানেজার সহিদ উল্লাহ মজুমদার। সাইনবোর্ড লাগানোর চেষ্টার পরদিন ১০ এপ্রিল পূর্বাণীর পক্ষে একটি রিট পিটিশন করা হলে নওয়াব এস্টেটের দেওয়া নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।
আদালতের নির্দেশনা, ম্যাজিস্ট্রেট এবং কোনো রকম চূড়ান্ত নোটিশ ছাড়াই হঠাৎ করে ঐতিহ্যবাহী একটি হোটেলের জমি দখলের চেষ্টায় স্থানীয় লোকজন হতবাক হয়ে যায়। মুক্তিযুদ্ধের একজন পৃষ্ঠপোষক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আবদুস সাত্তারের প্রতিষ্ঠিত হোটেল পূর্বাণী সরকারি জমি দখল করে নির্মাণ করা হয়েছে- এ অভিযোগ তাঁরা মানতে নারাজ। এ ব্যাপারে মতিঝিলের প্রবীণ ব্যবসায়ী এবং মুক্তিযোদ্ধা শওকত আলী বলেন, পুরান ঢাকার খ্যাতিমান ব্যক্তি কাদের সর্দারের সঙ্গে আবদুস সাত্তারের নাম উচ্চারিত হতো। তিনি শেখ মুজিব ও তাঁর সহযোদ্ধাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। যে কারণে তাঁদের অনেক গোপন সভা করার জন্য তিনি হোটেল পূর্বাণী বিনা পয়সায় ব্যবহার করতে দিতেন। ১৯৭১ সালের ১ মার্চ আওয়ামী লীগ সংসদীয় দলের অতি গুরুত্বপূর্ণ একটি সভা হয়েছিল হোটেল পূর্বাণীতে। পূর্বাণীর কয়েকজন প্রবীণ কর্মচারী জানান, একাত্তরের আগে শেখ মুজিবুর রহমান হোটেল পূর্বাণী প্রাঙ্গণে পাকিস্তানি পতাকা পুড়িয়ে পাকিস্তান বাহিনীর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ জানিয়েছিলেন।
নওয়াব এস্টেটের ম্যানেজার সহিদ উল্লাহ মজুমদার বলেন, মতিঝিল ও দিলকুশায় তাঁদের অনেক সম্পত্তি বেহাত অবস্থায় আছে। বর্তমানে সেগুলো চিহ্নিত করার কাজ চলছে। এরই অংশ হিসেবে হোটেল পূর্বাণীতে তাঁরা সাইনবোর্ড টাঙাতে যান। তিনি দাবি করেন, সিএস, এসএস, আরএস ও মহানগর জরিপ অনুযায়ী হোটেল পূর্বাণীর ০.৯৯৯২ একর জমির মালিক নওয়াব এস্টেট। ওই জমিতে হোটেল পূর্বাণী নির্মাণ করে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এ জমি যে পাকিস্তান আমলে অধিগ্রহণ করে গেজেট প্রকাশের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে, সে তথ্য জানা আছে কি না প্রশ্ন করলে তিনি বলেন, এ কথা তাঁদের জানা নেই। তবে সব কাজগপত্র নিয়ে আসার জন্য পূর্বাণী কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। পূর্বাণী কর্তৃপক্ষ এ চিঠি দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।
পূর্বাণীর নিয়োজিত আইনজীবী কাজী রেজাউল হোসেন বলেন, ১০ এপ্রিল হাইকোর্টে রিট পিটিশন করার পর নওয়াব এস্টেটের দেওয়া নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশেদ আলম সরকারের বেঞ্চ। অথচ বিচারাধীন বিষয়ের ওপর নওয়াব এস্টেটের ম্যানেজার নতুন করে পূর্বাণী কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিভিন্ন তথ্য চাচ্ছেন। তা ছাড়া নওয়াব এস্টেটের পক্ষে মতিঝিল থানায় গত ১৩ এপ্রিল একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যা আদালত অবমাননার শামিল বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, কোর্টের কোনো রকম নির্দেশ এবং ম্যাজিস্ট্রেট ছাড়া একটি স্বনামধন্য অভিজাত হোটেল দখল করতে যাওয়া ছিল তাঁদের বেআইনি কার্যকলাপ। এদিকে বাংলাদেশ হোটেলস লিমিটেডের পরিচালক আবদুল মোহাইমেন হোটেল পূর্বাণীর বিরুদ্ধে লেখা চিঠি এবং মতিঝিল থানায় করা সাধারণ ডায়েরি প্রত্যাহারের জন্য গত সোমবার একটি চিঠি দিয়েছেন নওয়াব এস্টেটের ম্যানেজারকে। তা প্রত্যাহার করা না হলে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে জানান পূর্বাণীর আইনজীবী কাজী রেজাউল হোসেন।
মতিঝিল এসিল্যান্ড অফিস সূত্রে জানা যায়, হাল সাল পর্যন্ত হোটেল পূর্বাণীর খাজনা পরিশোধ করা হয়েছে। সিএস, এসএ ও আরএস নওয়াব এস্টেটের এবং মহানগর জরিপে নওয়াব হাসান আসকারীর নামে রেকর্ড হওয়া সম্পত্তির খাজনা কিভাবে হোটেল পূর্বাণীর নামে নেওয়া হলো সে ব্যাপারে এসিল্যান্ড তারিকুল আলম বলেন, রাজউকের লিজ ডিডের মাধ্যমে খাজনা নেওয়া হয়েছে। সরকারি কোনো প্রকল্পের প্লট বরাদ্দ দেওয়ার পর লিজ ডিডের মাধ্যমেই মালিকানাস্বত্ব প্রমাণিত হয়। সম্প্রতি লিজ ডিডের পরও নামজারি জমা খারিজ করার নিয়ম চালু করা হয়েছে। একাধিক ভূমি কর্মকর্তা বলেন, পাকিস্তান আমলে ডিআইটির প্লটের ক্ষেত্রে লিজ ডিডই মালিকানাস্বত্ব। এরপর যদি কেউ সে প্লটে নিজের নামে রেকর্ড-পরচা করে নেয় তাহলে সেটা হবে জালিয়াতির শামিল। হোটেল পূর্বাণীর ক্ষেত্রে সে রকম প্রতারণামূলক ঘটনাই ঘটেছে হয়তো। বিষয়টি নওয়াব এস্টেটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জানার কথা। তা ছাড়া সরকারি সংস্থা ডিআইটির অধিগ্রহণকৃত বরাদ্দ দেওয়া প্লট আরেকটি সরকারি সংস্থার মালিকানা দাবি করা নজিরবিহীন বলেও তাঁরা বলেন।
ভূমি সংস্কার বোর্ডের একটি সূত্র জানায়, ১৮৭৯ সালের কোর্ট অব ওয়ার্ডস অ্যাক্ট আইনে সংস্থাটি পরিচালিত হচ্ছে। তাই এর ধ্যান-ধারণাও সেকেলে। ১৯০৮ সালের ৬ আগস্ট ওই অ্যাক্টের মাধ্যমে ঢাকা নওয়াব এস্টেটের সব সম্পত্তি কোর্ট অব ওয়ার্ডসের অধীনে নওয়াব এস্টেট নামে অর্পণ করা হয়। তখন ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল জেলায় নওয়াবদের হাজার হাজার একর জমি ছিল। কিন্তু সময়ের ব্যবধানে বেশির ভাগ জমিই বেহাত হয়ে যায়। এসব সম্পত্তি বেহাত হওয়ার পেছনে নওয়াব এস্টেটের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি, অযোগ্যতা, স্বজনপ্রীতি কাজ করেছে বলে অনেক অভিযোগ রয়েছে। তা ছাড়া এস্টেটের হাজার হাজার কোটি টাকা মূল্যের জমি লিজ দেওয়ার নামে হাতছাড়া করা হচ্ছে বলেও সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। এসব সমস্যা সমাধান না করে ডিআইটির (রাজউক) বরাদ্দ দেওয়া প্লট দখলের চেষ্টায় নওয়াব এস্টেটের অনেক কর্মকর্তা-কর্মচারীর মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মূলত মোটা অঙ্কের টাকা খাওয়ার উদ্দেশ্যেই পূর্বাণীর জমি নিয়ে জটিলতার সৃষ্টি করা হচ্ছে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, ইতিমধ্যে একাধিক ব্যক্তি তাদের কাছে এসে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান নুরুল হকের নামে মোটা অঙ্কের উৎকোচ দাবি করেছে। এ টাকা দিলে আর ঝামেলা করা হবে না বলে তারা 'নিশ্চয়তা' দেয়।
ভূমি মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ঢাকা শহরে নওয়াব এস্টেটের মালিকানাধীন অনেক মূল্যবান জমি রয়েছে। সেসব জমি খোঁজ করার জন্য ভূমি মন্ত্রণালয়ে কর্মরত একান্ত সচিবরা ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানকে দায়িত্ব দেন, যার পরিপ্রেক্ষিতে ১ নম্বর দিলকুশার এ জমির খোঁজ দেওয়া হয়। একই সঙ্গে জানানো হয়, এই জমি কোর্ট অব ওয়ার্ডের নামে রেকর্ডভুক্ত। পূর্বাণীর ব্যবস্থাপনা পরিচালক বরাবর নওয়াব এস্টেটের ম্যানেজারের পাঠানো নোটিশের কপি ভূমিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ভূমি প্রতিমন্ত্রী, ভূমি সচিব এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানকে তা না দিয়ে তাঁদের একান্ত সচিবদের দেওয়া হয়। একান্ত সচিবদের নামে এ ধরনের কপি দেওয়ার ঘটনা রহস্যজনক ও প্রথাবিরোধী হিসেবে আখ্যায়িত করেন ভূমি মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। এসব অভিযোগের সত্যতা জানার জন্য ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান নুরুল হকের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। মোবাইল ফোনে কল করলে অপর প্রান্ত থেকে চেয়ারম্যানের নতুন একটি নম্বর দেওয়া হয়। বারবার কল করেও সে নম্বরটি বন্ধ পাওয়া যায়।.

Read the true history of Purbani https://www.blogger.com/blog/post/edit/2928761489235726385/3452312413545620351History of Purbani

Tuesday, April 21, 2015

Dedicated to our beloved parents



                         

                                                     Our Parents
                                                                          






This is the story of a family that went from the glamour,comfort and security that came with wealth , power and influence resulting from one man's career successes to downfall brought about more from betrayal, greed and lies by people surrounding him than his own failing health.

This is a story really past due its time for most of those who could verify or provide feedback, have gone, I pray, to a better place where the evils of this world cannot follow.

As I get closer to my twilight years, which will  be upon me soon, my mental recollections seem to be shaking, Yet, being gifted with the ability of photographic memory that comes with normal people, and I feel above average in this category, I will exert every effort to provide facts and knowledge of events with as much detail and clarity as I am able to.

Of course, nothing can be changed and there is nothing to be gained materially from this narrative, Being the first-born son, I am the forerunner and flagbearer of this family, by  traditional birthright given to the oldest male offspring-- a practice  accepted for centuries without question by many cultures, I hope to bring some honor and recognition to his name, which has been so sadly forgotten.


His full name was Syed Abul Fazal Mohammad Adbus Sobhan, keeping in line with the practice of giving multiple names to people to announce lineage. I do not mean royalty, but more of persons born in the upper tiers of society. For sure, our predecessors were landowners in a part of Bengal known as Comilla. Our forefathers properties bore our family  title "SYED" and was commonly called "SYEDBARI" . A literal translation could be "The House of Syed", much like it was prevalent in England not too long ago.  I do know a member of our family tree had in his possession, a family tree chart that clearly went back three generations. Alamgir Nana passed away several years ago and none of us, ever pursued making a copy of it or any effort for its preservation. In his defense, technology did not exist at that time to be able to copy a 3' x 5 ' document.


                                                           

                         The Children

S.A.Sobhan was married four times,and only one at at a time.Except for his last marriage, which was to Zaheda, our mother, the other marriages were at the behest of his mother, our Grandmother, who greatly desired a grandson before she passed away. Farida, his oldest daughter was the first to be born to his first wife, but passed away untimely without the chance of another offspring. Two subsequent  wives selected by our grandmother did not bear any children. Salim was the first son to be born in the family, and as soon after birth of the first son, Salim, the other two wives, went their own ways. Based on personal knowledge, one of the wives had lineage to the Nawab family of Dhaka through Baliadi House - an elitist family of that time.

                                        His children, in order of birth :

                                                                           Farida - first-born daughter  -December 1939
                                                                                              
   Salim, Nayeem, Nasim
   Kalim, Meher, Wasim
   Fahim, Rukhsana, Nannie,
   Rahim                                                     












                  

                              
                                                                                                                                                                                                                    
                                                                                                                     

(to be continued and amended as more facts are uncovered. Any information found  and verfified to be different, will be corrected.)


                                                                             

Monday, April 20, 2015

The History of Hotel Purbani

       TRUE HISTORY OF HOTEL PURBANI






This is a corrective response to a couple of articles that were published on April 14, 2012 in two local Bengali newspapers, the Kaler Kontho and the Protidin concerning the history of Hotel Purbani  International  located at 1 Dilkusha Commercial Area, Motijheel, Dhaka.This Hotel was founded by the Late Mr. S.A.Sobhan, a retired CSP of the former Government of Pakistan.  Between the years of 1960 – 1962, Mr.Sobhan,  then Additional Chief Secretary of East Pakistan and later Secretary, Planning Division in the Presidents Secretariat of President Ayub Khan,  Mr  Sobhan established  two companies. The first was EAST PAKISTAN HOTELS LTD., and secondly, a Managing Agency under the name of Eastern Enterprises & Agencies Limited that was to oversee the business of East Pakistan Hotels Limited.  Having held influential positions in Government as Additional  Chief Secretary of East Pakistan, he was able to get the allotment of that parcel of land assigned as 1 Dilkusha Commercial Area from the former Dacca Improvement Trust.  This land was purchased from funds generated from hypothecation to IDBP (former Industrial Development Bank of Pakistan and former United Bank of Pakistan, later known as Shilpa Bank and Janata Bank) of Mr  Sobhans personal properties  in Becharam Dewry and Segun Bagicha Dhaka, in lieu of company shares issued by East Pakistan Hotels Ltd. During his official tenures holding senior Government positions, Mr Sobhan could not directly involve himself to private enterprise and therefore selected friends and family members to incorporate East Pakistan Hotels Ltd, with a Board of Directors.  Mr Sobhan, his wife, and sons and daughters along with some business acquaintances were the original shareholders of East Pakistan Hotels Ltd.  The land purchase was therefore made in the  name of East Pakistan Hotels Limited. This secret was kept until related documents were allegedly removed or replaced by fabricated papers upon the initiation of dishonest business partners of East Pakistan Hotels .  Mr Sobhan retired in 1966. During the years between 1962 and 1966 the company went through several changes due to misappropriation of the Companies funds  and an alleged theft of Mr Sobhan’s personal funds. The result of these thefts forced Mr. Sobhan to quit his job with the Government and replace  a member of his family as Managing Director of East Pakistan Hotels Ltd. ( who went on to work for the former Parjatan Corporation). The construction of Hotel Purbani  had also been stalled at the sixth floor stage due to lack of capital as a result of mishandling of finances. There were at this time, imported hotel equipment and supplies locked up in storage warehouses in Chittagong that had accrued demurrage charges that  were impossible for Mr Sobhan to pay for without outside help. It was at this juncture Mr Sobhan sought help from a Mr. A Sattar,  a local businessman known from his ownership of a company called Momin Motors, Pharmapak (later know as Pharmadesh) and a 7-up bottling factory. Mr Sattar provided the  financial strength and funding necessary to salvage the project  and complete the building of Hotel Purbani  International.  In exchange, he became Chairman of the Board of Directors of Bangladesh Hotels Ltd., with him and his family becoming major shareholders of the company. After his retirement and return to Dacca from Karachi, Mr Sobhan associated himself with Bongobondhu Sheikh Mujibur Rahman.  His position with the Awami League was that of a silent advisor and had several meetings with Bongobondhu prior to the fateful events of March 25 1971.  Mr Sobhan’s  oldest son , the author of this article and a colleague of Sheikh Kamal , the oldest son of Bongobondhu, was actively involved with Sheikh Kamal and his sister, Sheikh Hasina, during canvassing of voters on many occasions and the facts of this history are humbly and honestly presented by him. The Late Mr Sobhan fled with his family into the refuge of Hotel Purbani after the military crackdown of March 25, 1971. This was a safe haven due to the presence of the Australian High Commission and French Embassy at that time on the top floors of the hotel. Mr Sobhan died of a heart attack while in Hotel Purbani in the morning of May 01, 1971.


                                Timeline of Hotel Purbani International

      A chronological progression of Hotel Purbani as related to it's founder:




            Original offices of East Pakistan Hotels Ltd. in the sheds in front.
                                               (July 22, 1964)


1960                  The idea for a hotel of international stature was conceived about the time
                          of his transfer from Dhaka from his position of Additional Chief Secretary,
                          East Pakistan, to Karachi, briefly in the Ministry of Finance and then as 
                          Joint Secretary, Ministry of Industries. The shape and design of the hotel
                          was chosen from visits to Europe and the employ of an European architect.

                          
1961 - 1962   -  East Pakistan Hotels Limited was registered  with the Joint Stock  
                          Registrar of Companies in Dhaka, with Eastern Enterprises as the
                          appointed Managing  Agency of East Pakistan Hotels Ltd. Shareholders.
                          included A. Sattar as a shareholder of the company.                                

1961 - 1962   -  1 Dilkusha Commercial Area acquired from DIT (Dhaka Improvement Trust)  in
                          the name of East Pakistan Hotels Ltd.
                          (The name “Hotel Purbani “ and logo were obtained with suggestions invited
                           from , I believe, the Shilpakala (Artists) Academy in Dhaka)


1964 -1965    -   Imported goods for the hotel were stranded and accruing demurrage,
                          (warehousing fees charged by the port authority of Chittagong). Because of
                          misappropriated company funds, there was not enough  money to pay customs
                          taxes and port charges on the imported items.

1965 -1966     -   Mr Sattar agreed to provide the funding needed to salvage the hotel and the
                          Company, given the majority shares in East Pakistan Hotels Ltd.

1966 - 1967       S.A.Sobhan retired from public service and returned to Dhaka to take charge of
                          Hotel Purbani International as Managing Director. (The first Managing Director
                          was Salahuddin Ahmad ).

1971                  On May 1, at about 8 am, Mr Sobhan passed away in Room # 525 in Hotel
                          Purbani.


(Disclaimer: The dates are as accurate as possible. Corrections will be made if and when discovered and verified with documentation. The sequence of events are factual)  

The purpose of this article is to restore the rightful place of the Late Mr. S.A.Sobhan in  history  as the original founder of  Hotel Purbani on land designated as  1 Dilkusha Commercial Area and that is the land that Hotel Purbani  International  stands on today. Other aspects  of the two articles as reported are doubtful and any honest investigative journalist should be able to uncover the real truths.  As for the Sobhan family, they wish to preserve the honor and dignity of their fathers achievements.



                                        Addendum

 

“The land purchase was therefore made in the name of East Pakistan Hotels Limited. The source of funds was confidential as they came from someone holding a high position in the Central government.” 

After years of investigations by various people, the apparent real disposition of the land area of Purbani has come to light (though still to be officially confirmed by Rajuk, formerly Dhaka Improvement Trust (DIT).  The land was gifted to DIT by the Nawab family and is part of KHAS land that was never SOLD, rather actual 99-year LEASES were granted. Therefore, DIT maintained ownership of the land but granted leaseholder rights to individual land parcels. According to this revelation, Late Mr. S.A. Sobhan is the rightful leaseholder of the Purbani land and the right to occupy that land area should rightfully pass on to his children. This transition could never take place with his partners holding major shares in the hotel company and keeping full control of the managing agency and Bangladesh Hotels Ltd.


Disclaimer: The dates are as accurate as possible. Corrections will be made if and when discovered and verified with documentation. The sequence of events are factual)  

The purpose of this article is to restore the rightful place of the Late Mr. S.A.Sobhan in  history  as the original founder of  Hotel Purbani on land designated as  1 Dilkusha Commercial Area and that is the land that Hotel Purbani  International  stands on today. Other aspects  of the two articles as reported are doubtful and any honest investigative journalist should be able to uncover the real truths.  As for the Sobhan family, they wish to preserve the honor and dignity of their fathers achievements.



Protidin Article





                                        PURBANI ON PROTIDIN



This article was published in Protidin, also on April 12, 2012. This article focusses on the
efforts of the management of the Nawab Estate to reclaim the former  Dilkusha Gardens
land back from the Government. Apparently, Dilkusha Commercial Area, as named by the Dhaka Improvement Trust was taken possession of under laws of eminent domain from Nawab Salimullah, or it was donated to the City of Dhaka by the Nawab.  The Nawab Estate management attempted to reverse that takeover in an attempt to re-possess the Purbani land. They were given three months by the Supreme Court to show-cause, which they failed.